AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় সেতু ধসে পড়ায়, ঝুঁকিপূর্ণভাবে পার হচ্ছে হাজারো মানুষ



সাটুরিয়ায় সেতু ধসে পড়ায়, ঝুঁকিপূর্ণভাবে পার হচ্ছে হাজারো মানুষ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সম্প্রতি অতিবৃষ্টির কারণে ব্রিজটির একাংশ দেবে গিয়ে হেলে পড়ে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগ সড়ক। ফলে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এই সেতু দিয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় ৫–৬ হাজার শিক্ষার্থী এবং ১০–১১ হাজার সাধারণ মানুষ এই সেতু দিয়ে চলাচল করেন। বিশেষ করে বৃহস্পতিবার হাটের দিন ও সাটুরিয়া ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ধামরাই, নাগরপুরসহ আশপাশের এলাকা থেকে বহু মানুষ এই পথ ব্যবহার করেন।

ব্রিজের পাশেই সরকারি হাসপাতাল ছাড়াও রয়েছে একাধিক ডায়াগনস্টিক সেন্টার। ফলে এটি সাটুরিয়াবাসীর জন্য গুরুত্বপূর্ণ একটি যাতায়াত পথ। কিন্তু সেতুর এক-তৃতীয়াংশ দেবে যাওয়ার পাশাপাশি পাটাতনের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সেতুর পাশ দিয়ে চলে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তার ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বিদ্যুতের খুঁটিগুলোও যে কোনো সময় ধসে পড়তে পারে।

এলাকাবাসী জানান, প্রতিদিনই তারা ভয়ের মধ্যে এই সেতু পার হচ্ছেন। স্থানীয় বাসিন্দা মো. লিয়াকত আলী বলেন, “প্রতিদিন ঝুঁকি নিয়ে সবাই ব্রিজটি পার হচ্ছেন। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, “সেতুর পাটাতন এতটাই নড়বড়ে হয়ে গেছে যে আমরা স্থানীয়ভাবে কিছু কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করেছি। তবে এটা কোনো স্থায়ী সমাধান নয়।”

সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সরকার বলেন, “ব্রিজটি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। এখন রোগীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি জনগণের পক্ষ থেকে দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি।”

এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, “বেইলি সেতুটি মূলত একটি অস্থায়ী ডাইভারশন হিসেবে তৈরি করা হয়েছিল। তবে জনচাহিদার কারণে এটি সরানো হয়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

সাটুরিয়াবাসী অবিলম্বে সেতুটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!