AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন



সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।

বক্তারা বলেন, গত দেড় দশকে ফ্যাসিস্ট শাসনামলে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবী হত্যার শিকার হয়েছেন। গত ৩০ বছরে নিহত হয়েছেন ৩৫ জন গণমাধ্যমকর্মী। এসব ঘটনার অধিকাংশেরই সুষ্ঠু বিচার হয়নি, যা বিচারহীনতার অংশ। তারা বলেন, বিলম্বিত বিচার মানেই বিচারহীনতা। বক্তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দেশে দৃষ্টান্ত স্থাপন করবে।

মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!