AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে এসএসসি তে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা



রূপগঞ্জে এসএসসি তে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার এ প্লাস প্রাপ্ত সকল শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটার জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ফেসবুক নামক ট্রমার মধ্যে নিজেকে রিলেট করে ফেলো না। এটি এক ধরনের ডিজিজ হিসেবে বিবেচিত হয়েছে। আল্লাহর রহমতে আমাদের প্রজন্ম যেন এ থেকে বাঁচতে পারে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নিজের কোনো সুযোগ নষ্ট করো না, সব সুযোগ কাজে লাগাও। ইনশাআল্লাহ, সুযোগগুলো তোমাদের কাছে ফিরে আসবে। তোমাদের ভালোর জন্যই আমরা এখানে এসেছি। তোমরা ভালো করলে সেটা আমার দেশের সফলতা।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটার জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক সভাপতি আব্দুল জব্বার, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান এবং জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

Link copied!