জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যৌথ বাহিনী কিরণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কিন্তু সংবাদমাধ্যমগুলোতে গ্রেফতারকৃত আসামির ছবি হিসেবে প্রকাশিত হয়েছে মিল্টন মাহমুদের ছবি, যিনি সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং পৌর এলাকার নয়াডাঙ্গী মহল্লার মো: আলতাফ হোসেনের ছেলে।
রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নয়াডাঙ্গী কাঁচামালের আড়ত অফিসে মিল্টন মাহমুদ ও তার পরিবার সংবাদ সম্মেলন করে এই ভুলের তীব্র প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে মিল্টন মাহমুদ অভিযোগ করেন, ৮ আগস্ট জাতীয় দৈনিক ইত্তেফাক, যায়যায় দিন, ঢাকা পোস্টসহ কয়েকটি গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার খবর প্রকাশের সময় কিরণ নামে গ্রেফতারকৃতের ছবি হিসেবে তার ছবি ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, “এটি আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে দল থেকে দূরে সরানোর লক্ষ্যে এ ষড়যন্ত্র করা হয়েছে।”
মিল্টন মাহমুদ আরও বলেন, “দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো যাচাই-বাছাই না করে আমার ছবি প্রকাশ করায় আমি মর্মাহত। তারা দ্রুত ক্ষমা চেয়ে ফলোআপ সংবাদ প্রকাশ না করলে আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার বড় ভাই, সাবেক পৌর কাউন্সিলর আকরাম হোসেন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
একুশে সংবাদ/মা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

