AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৮:৪৫ পিএম, ১০ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন

দৈনিক প্রতিদিনের গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। সভার সভাপতিত্ব করেন ভাঙ্গা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ওবায়দুল আলম সম্রাট, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ শামীম।

প্রতিবাদ সমাবেশে বিএনপি, কৃষক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভাপতি ওবায়দুল আলম সম্রাট বলেন, “সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড আমাদের সাংবাদিক সমাজকে স্তব্ধ করেছে। যদি সাংবাদিকরা নিরাপদ না থাকেন, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কঠোর দাবি জানাচ্ছি।”

সাধারণ সম্পাদক সাইফুল্লাহ শামীম বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও সাহসের পথ। আজ আমাদের সহকর্মীরা এই পথেই জীবন হারাচ্ছেন। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে গণতন্ত্র বিপন্ন হবে।”

সাংবাদিক ইমরান মুন্সী বলেন, “তুহিন হত্যায় প্রমাণিত অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে জবাবদিহিতার জন্য সোচ্চার হতে হবে।”

অন্যান্য বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশ অরাজকতা ও তথ্যের ঘাটতিতে পতিত হবে উল্লেখ করে, দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Link copied!