নারায়গঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্বেরাড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় গার্মেন্ট শ্রমিক লাকী আক্তার(২৬) নিহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানসহ চালক মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে।
রবিবার (০৪ মে ) সকাল ৮ টারদিকে উপজেলার তারাবো বিশ্বরোডের সাঈদ মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত, লাকী আক্তার কিশোরগঞ্জের তারাইল থানাধীন সেকান্দর নগর এলাকার আলামীনের স্ত্রী।
রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম জানান, সকাল ৮ টারদিকে গার্মেন্ট শ্রমিক লাকী আক্তার তারাবো বিশ্বরোড থেকে পায়ে তার কর্মস্থলে যাবার পথে সাঈদ মার্কেটের সামনে আব্দুল্যাহ টেক্সটাইল মিলের সামনে পৌছেলে বিপরীতদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। এসময় আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১ টারদিকে চিকিৎসারত অবস্থায় মারা যায় লাকী আক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানসহ চালক মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এসআই আরো জানান।
একুশে সংবাদ/ঝ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :