কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গুরুতর আহত স্কুলছাত্র সিয়ামের পরিবার, সহপাঠী ও স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৩ মে) সকালে আমলা বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারী গাছের আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আমলা হঠাৎপাড়া গ্রামের শরিফুল ইসলাম খোকন কসাইয়ের ছেলে সিয়াম মারাত্মক আহত হন। তার প্রতিপক্ষ ছিলেন একই এলাকার আনারুল ইসলামের ছেলে সাব্বির হোসেন।
গত ২৬ এপ্রিল সংঘর্ষের সময় সিয়ামের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে, ২৮ এপ্রিল সিয়ামের বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলা দায়েরের ৪ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি—যথা ফাঁসির দাবি জানান।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, “ঘটনার পর উভয় পক্ষই মামলা করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :