রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ, যার ওজন ২৮ কেজি। মাছটি রবিবার (৩ মে) সকালে পাবনার ঢালার চর এলাকার জেলে জামাল প্রামানিকের জালে ধরা পড়ে। সকাল ৯টার দিকে জালে টান অনুভব করে তিনি সেটি তুলে বিশাল কাতল মাছটি দেখতে পান।
পরে সকাল ১০টার দিকে মাছটি দৌলতদিয়া ঘাটের মোমিন মণ্ডলের মৎস্য আড়তে নেওয়া হয়। ওজন করার পর মাছটি উন্মুক্ত নিলামে তোলা হয়। এতে প্রতি কেজি ১,৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্লা। পরে তিনি মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে মাছটি ১,৯০০ টাকা কেজি দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করেন।
চাঁন্দু মোল্লা জানান, পদ্মার পানি কমে যাওয়ায় এখন মাঝেমধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে, এতে জেলেদের মুখে হাসি ফুটছে।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞার ফলে পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছে। নদীতে নাব্যতা সংকট থাকায় এসব বড় মাছ তীরবর্তী এলাকায় চলে আসছে, ফলে সহজেই জেলেদের জালে ধরা পড়ছে।
তিনি আরও বলেন, নদীর পানি আরও কমে গেলে দেশীয় বড় প্রজাতির মাছ যেমন রুই, কাতলা, বোয়াল, পাঙাশ আরও বেশি পরিমাণে ধরা পড়বে। ভবিষ্যতের জন্য এসব মাছ সংরক্ষণের লক্ষ্যে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, এই ধরনের বড় মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :