নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ যুব জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা যুব জমিয়তের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সৈয়দ ইমরান হাসানকে সভাপতি, মাওলানা নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক এবং হাফেজ জাকির হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটি ঘোষণার সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হুসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল এবং মদন উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আনোয়ার হুসাইন।
সভায় বক্তারা বলেন, একটি নৈতিক ও ইসলামি মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে যুব জমিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ ইমরান হাসান বলেন, “মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং ইসলামি শরীয়াহ মোতাবেক একটি আদর্শ মদন উপজেলা গড়তে আমরা যুব সমাজকে সচেতন ও অনুপ্রাণিত করব।”
একুশে সংবাদ/নে.প্র/এ.জে