দিনাজপুরের বিরলের ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়। এর প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয় বিদ্যালয়ে আটকে রাখেন।
শুক্রবার (২ মে) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, বিরলের ধর্মপুর ইউনিয়নের ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি এলাকায় ধান কাটছিলেন এনামুল ইসলাম (৫০) ও তার ছেলে মাসুম (১৫)। তখনই বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে তাদের ধরে নিয়ে যায়।
ঘটনার পরপরই প্রতিক্রিয়ায় গ্রামবাসী ভারতের অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামে দুই নাগরিককে ধরে নিয়ে কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম বলেন, “বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে গ্রামবাসী ভারতীয় দুই নাগরিককে আটকে রাখে। পরে বিজিবির উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।”
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, “বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে সমাধানের চেষ্টা করছে।”
ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন, “আমরা বিএসএফের সঙ্গে আলোচনা শুরু করেছি, এবং পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।”
ঘটনার পর স্থানীয় জনমনে উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একুশে সংবাদ// আ.ট/ এ.জে
আপনার মতামত লিখুন :