AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে সেচ্ছাসেবক লীগ নেতার রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
১২:৩৯ পিএম, ২ মে, ২০২৫

রাজশাহীতে সেচ্ছাসেবক লীগ নেতার রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহী মহানগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন সেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলী (৪৫)। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত হাসান আলী রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক এবং বুধপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা হাসমত আলীর ছেলে।

চিকিৎসকের বরাত দিয়ে জানা যায়, রাত ১২টার দিকে হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস জানান, তার ডান গাল ও ডান হাতে গভীর জখম রয়েছে এবং ডান কব্জির রগ কেটে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “হাসান আলী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা তাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে অতর্কিতে হামলা চালায়। তার পরিবারের সদস্যরা পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”

ওসি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এ হামলায় জড়িত তা শনাক্তে কাজ চলছে। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি, তবে ভুক্তভোগীর পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ// রা.প্র/ এ.জে

Shwapno
Link copied!