মহান মে দিবস উপলক্ষে যানবাহনের স্বল্পতাকে পুঁজি করে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে জন্য ময়মনসিংহের নান্দাইলে সড়কে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান।
তিনি বলেন, “মে দিবস উপলক্ষে রাস্তায় যানবাহন কম থাকে এবং যাত্রীর চাপ বেশি থাকে। এ সুযোগে কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাইকে সতর্ক করেছি।”
এ সময় বিভিন্ন বাস কাউন্টার, হেলপার ও ড্রাইভারদের অতিরিক্ত ভাড়া আদায় না করতে সতর্ক করা হয়। মনিটরিং কার্যক্রমে নান্দাইল হাইওয়ে পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, “যাত্রী সাধারণের সুবিধার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।”
একুশে সংবাদ// চ.প্র.// এ.জে
আপনার মতামত লিখুন :