AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রমিকের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে" - এ এস এম আব্দুল হালিম



শ্রমিকের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম বলেছেন, "বিএনপি ঘোষিত ৩১ দফা এ দেশের মানুষের প্রকৃত মুক্তির সনদ। এর মধ্যেই শ্রমিকদের অধিকার ও মর্যাদা সুনিশ্চিত রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়।"

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে থানা মোড় বটতলা চত্বরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সৎ, যোগ্য, দক্ষ ও সুশিক্ষিত মানুষদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ//জা.প্র/এ.জে

Shwapno
Link copied!