দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা জ্বালাও-পোড়াও-এর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বাংলাদেশে যেন সুস্থ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হতে পারে, সেই কুটকৌশল চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া তার শাসনামলে ভারতের স্বার্থ রক্ষা করে দেশ পরিচালিত হয়েছে।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোন সন্দেহ নেই। তবে কিছু মানুষ এবং আওয়ামী লীগের চেলা চামুন্ডারা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুস্থ ধারার রাজনীতি করে আমরা তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসতে চাই। আপনারা বিএনপি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।”
তিনি জামায়াতে ইসলামের সমালোচনা করে বলেন, “তারা নাকি পিআর (প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তারা সভা ও সমাবেশ করছে।”
এছাড়া ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত পানি আটকে রেখে বাংলাদেশের শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বর্ষা মৌসুমে সীমানা অঞ্চলের জনপদ ডুবিয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আন্তর্জাতিক নিয়মে এটি কখনও গ্রহণযোগ্য নয়। আমরা বাংলাদেশের জনগণ আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ন্যায্য পানির হিসাব চাই।”
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশিদ। সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনের সাবেক সাংসদ যথাক্রমে অধ্যাপক শাজাহান মিয়া, মোহাম্মদ আমিনুল ইসলাম ও হারুনুর রশিদ, এছাড়া অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উদ্দিন, আবু সাঈদ চাদ, নজরুল ইসলাম মন্ডল, ডিএম জিয়াউর রহমান প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

