চাঁদপুরে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরার অনুমতি দেওয়া হয়েছে এবং তা শুরু হওয়ার পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেচাকেনা জমে উঠেছে। তবে সরবরাহ কম থাকায় ইলিশের দাম চড়া হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১ মে) সরজমিনে গিয়ে দেখা গেছে, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। এছাড়া ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায় এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়।
স্থানীয় ক্রেতারা বলছেন, ইলিশের দাম এখন আকাশছোঁয়া। তারা জানান, এর আগে কখনোই এত দামি ইলিশ দেখেননি। সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে দাম হওয়ায় অনেকেই ইলিশ কিনতে পারছেন না এবং তারা কিনতে এসে ফিরে যাচ্ছেন।
এদিকে, ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী ইলিশ ঘাটে আসছে না, ফলে দাম চড়া। তারা জানান, অন্যান্য বছর প্রথম দিনেই ১০০ থেকে ২০০ মণ ইলিশ উঠলেও এবার প্রথম দিন দুপুর পর্যন্ত ৮ থেকে ১০ মণ ইলিশ ঘাটে এসেছে। জেলে ও ব্যবসায়ীরা অভিযোগ করছেন, ইলিশ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হয়নি, যার ফলে ইলিশের সরবরাহ কম এবং দাম বাড়ছে।
একুশে সংবাদ//চাঁ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :