AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক শ্রমিক দিবসে লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা



আন্তর্জাতিক শ্রমিক দিবসে লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লালমনিরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি অনিবার্য", "শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে" – এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজনটি করা হয়।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে এমটি হোসেন ইন্সটিটিউট পর্যন্ত র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় এমটি হোসেন ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অ্যাডঃ আবু তাহের। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা আব্দুল বাতেন, বিশেষ অতিথি হিসেবে শ্রমিক সংগঠনের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, হাফেজ শাহ-আলম, হারুন অর রশীদ, জয়নাল আবেদীন প্রমুখ।

সভায় বক্তারা বিগত সরকারের সময়ে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয় তুলে ধরেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দসহ দুই হাজারের অধিক সাধারণ শ্রমিক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//য.প্র/এ.জে

Shwapno
Link copied!