আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। "শ্রমিক মালিক ভাই ভাই, একসাথে চলতে চাই"— এই স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়। উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সজীব রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল বাশার, মোঃ মমিনুল হক বেনু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন সুহেল, শ্রমিক নেতা মোঃ কামাল হোসেন, এবং বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া প্রমুখ।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের কাজের সময় নির্ধারণ, ন্যায্য মজুরি প্রদান এবং শ্রমিক কল্যাণের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। ওসি মোঃ সজীব রহমান এবং শ্রমিক নেতা কামাল হোসেন শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও বেতন বৃদ্ধিসহ সমস্যাগুলোর সমাধানে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।”
এছাড়া বাজার শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকেও পৃথক র্যালি অনুষ্ঠিত হয়, যাতে স্থানীয় শ্রমিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ//সু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :