মহান মে দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও ওরাল স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে মুকসুদপুর উপজেলার বিশ্বরোড কলেজ মোড়ে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু এবং মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল বাশার টুলটু বিশ্বাস।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শেখ সুবেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাকিব খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মুন্সী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুল লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, শ্রমিক দল নেতা মোহাম্মদ হাসান ও পলাশ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের মাতব্বর, যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন এবং সরকারি বকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সি প্রমুখ।
বক্তারা বলেন, “শ্রমিক ও তাদের শ্রম ছাড়া কোনো সভ্যতা গড়ে উঠতে পারে না। আধুনিক বিশ্ব গঠনে শ্রমজীবী মানুষের আত্মত্যাগ অনস্বীকার্য। মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক।”
তারা আরও বলেন, “বিশ্বের সকল পরিশ্রমী শ্রমজীবী মানুষকে স্যালুট জানাই। শ্রমিকের মর্যাদা নিশ্চিত না করে একটি টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
একুশে সংবাদ//মু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :