রোববার রাতে যশোর শহরের মণিহার এলাকায় হঠাৎ করে মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মিছিলের একটি ভিডিও মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, মিছিলটি আর এন রোড, নড়াইল স্ট্যান্ডসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা `জয় বাংলা`, `জয় বঙ্গবন্ধু` স্লোগান দিতে দিতে স্বাভাবিক গতিতে হেঁটে পুরো এলাকা ঘুরে বেড়ান।
আগের তুলনায় রোববার রাতের মিছিলটি আকারে ছিল বড় এবং সংগঠিত। অন্যান্য ঝটিকা মিছিলে দৌড়ানোর প্রবণতা থাকলেও এবার মিছিলকারীরা শান্তভাবেই হাঁটছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে।
একুশে সংবাদ//য.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :