নরসিংদীর মনোহরদী উপজেলায় ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোক্তার ব্যাপারী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার লেবুতলা ইউনিয়নের তারাকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার ওই এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে এবং পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোক্তার ব্যাপারী নিজের ধান বাড়িতে তুলতে একটি ট্রাক্টর ভাড়া করে ধানক্ষেতে যান। ধান বোঝাই করে ট্রাক্টরটি মূল সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা মোক্তার ব্যাপারীকে ধাক্কা দেয়। এতে তিনি বুকে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনোহরদী থানার এসআই আল ইসলাম বলেন, "ট্রাক্টরের ধাক্কায় মৃত্যুর বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ//প.ন.প্র//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

