ঝালকাঠিতে রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় টানটান উত্তেজনা। রিক্সা শ্রমিক ইউনিয়নের পকেট কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি করে রিক্সা শ্রমিকের সাবেক কমিটি।
এসময় শহরের টাউনহলের সামনে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ অনুষ্ঠানের স্টেজ তৈরি করতে বাদা দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত করে।
রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্যরা জানায়,কোন প্রকার নির্বাচন না দিয়ে একটি গ্রুপ পকেট কমিটি ঘোষণা করে। তারা আজ শপথ অনুষ্ঠানের আয়োজন করে।
একমিটির বাতিল চেয়ে একই স্থানে পাল্টা অবস্থান কর্মসূচির ডাক দেয় সাবেক কমিটি। এর আগে কমিটির বাতিলের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
রিক্সা শ্রমিক সদস্যরা বলেন, নির্বাচন ছাড়া কোন কমিটি মেনে নেয়া হবেনা। এবং কোন শপথ অনুষ্ঠান করতেদেয়া হবেনা। অবিলম্বে পকেট কমিটি বাদিল করে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে কমিটি না দিলে কঠোর আন্দোলন করা হবে।
একুশে সংবাদ//ঝা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :