পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী বাজারে খাজনা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই বাজার এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং রণক্ষেত্রে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাজনা তোলার অধিকার নিয়ে দ্বন্দ্বে জড়ায় বিএনপির দুটি গ্রুপ। এক পর্যায়ে কথা কাটাকাটির পর সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষ চলাকালে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়।
খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে এলাকায় পৃথক মিছিলও বের করে।
ঘটনার বিষয়ে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা বলেন, “বাজার ইজারার বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি। তাই সরকারি নিয়ম অনুযায়ী তহসিলদার ও চৌকিদারের মাধ্যমে খাজনা আদায় করা হবে।” পাশাপাশি তিনি দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ//গ.প.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :