AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত: জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধের আহ্বান



ফরিদপুরে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত: জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধের আহ্বান

জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও বিনিয়োগ বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীল বিদ্যুৎ মহাপরিকল্পনা প্রণয়নের দাবিতে ফরিদপুরে পালিত হলো বৈশ্বিক জলবায়ু ধর্মঘট।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বিডি ক্লিন ফরিদপুর। সংগঠনের সমন্বয়ক তিহান আহমেদ-এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কারুশিখা ডেভেলপমেন্ট সোসাইটির উলফাত জাহান শান্তা, সোশাল অর্গানাইজেশন ফরিদপুর শাখার দিদারুল ইসলাম, ইউথ নেট ফরিদপুরের শাহরিয়ার মাহিনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, “জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। তাই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর ও বায়ু শক্তির দিকে মনোনিবেশ করতে হবে।”

তারা আরও বলেন, “আমাদের অসচেতনতা জলবায়ুর উপর বিরূপ প্রভাব ফেলছে। এখনই পদক্ষেপ না নিলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়ানো ও নীতি পরিবর্তন জরুরি।”

মানববন্ধন শেষে বিডি ক্লিন ফরিদপুরের স্বেচ্ছাসেবীরা শহরের একটি অংশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

 

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!