রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের সরকারপাড়া গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুস ছালাম (৩৫) নামের এক যুবক কে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।
আটককৃত আব্দুস ছালাম উপজেলার চর রাজীবপুর সরকারপাড়া গ্রামের মৃত ফয়জাল হক এর পুত্র।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক কারবারির বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :