সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ট্রাইব্যুনালে তিন ব্যক্তির বিচারের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আওয়ামীলীগ” শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করেছে এবং তল্লাশি চৌকি বসিয়েছে। তবে সড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এই তল্লাশি চৌকি বসানো হয়।
পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ কোনো সন্দেহজনক ব্যক্তিকে পুলিশ তল্লাশি করছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করছে। আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং নাশকতা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।”
গত ২৪ ঘন্টায় তিনজনকে আটক করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

