AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় নৌকা ডুবি, ১২ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড



খুলনায় নৌকা ডুবি, ১২ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

গতকাল রবিবার (২ মার্চ) রাত ১১ টায় খুলনার নলিয়ান সংলগ্ন শিবসা নদীতে সুন্দরবন থেকে গোলপাতা বহনকারী ৪টি কাঠের বোট নিয়ন্ত্রণ হারিয়ে নোঙ্গররত লাইটার জাহাজ অনি-৮ এর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ডুবে যায়। ফলে বোটে থাকা ১২ জন জেলে পানিতে ভাসতে থাকে।

দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মাঝিদের সহায়তায় উদ্ধার কার্যক্রম আরম্ভ করে।

উদ্ধারকারী দল দ্রুততার সাথে সকল জেলেকে নিরাপদে উদ্ধার করে বিসিজি আউটপোস্ট নলিয়ান নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত জেলেরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন। উদ্ধারকৃত জেলেরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেরা।

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!