নারায়ণগঞ্জের রুপগঞ্জে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বাচল ০৩ নং সেক্টর রুপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা একইসঙ্গে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় ও দোয়া মোনাজাত করা হয়েছে।
যুগান্তরের স্টাফ রিপোর্টার (রূপগঞ্জ) রাসেল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ পত্রিকার পূর্বাচল প্রতিনিধি এমদাদুল হক দুলাল, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সোহেল কবির, দৈনিক কালের সমাজ ও একুশে সংবাদের রূপগঞ্জ প্রতিনিধি,এন বি আকাশ, বাংলা ট্রিবিউন লিখন রাজ, সাজিদ, হৃদয়, সোনার মদিনা মাদ্রাসার প্রিন্সিবাল মাওলানা আমির হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :