বরিশালের বানারীপাড়ায় জাটকা ইলিশ বিক্রির সময় এক মৎস্য বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ৫ জানুয়ারি বুধবার সকালে ভ্রম্যমান মাছ বিক্রেতা ইলিশ মাছের পোনা (জাটকা) বিক্রির সময় স্থানীয়রা আটক করে মৎস্য দপ্তরকে জানান। তৎক্ষনাৎ মৎস্য দপ্তরের টিম ঘটনা স্থলে পৌছে গুড়া মাছের সাথে জাটকা সনাক্ত করে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারেকে অবহিত করলে কালবিলম্ব না করে উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে সৈয়দকাঠী ইউনিয়নের দাসের হাট গ্রামের মৎস্য বিক্রেতা মাখন (৭৫) কে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ভ্রাম্যমান আদালতে ৫ (পাঁচ) শত টাকা জড়িমানা করেন। এ সময় জব্দকৃত মাছ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এতিমখানায় বিতরন করা হয়।
মৎস্য দপ্তরের বিভিন্ন সময় অভিযানে ও সচেতনতা মূলক কার্যক্রমে সচেতন হয়ে জাটকাসহ অন্যান্য বিক্রয় নিষিদ্ধ মাছ ক্রয় থেকে বিরত থাকলে এ ধরনের অসাধু বিক্রেতারা মাছ বিক্রিয় বন্ধ করলে মাছ ধরা অনেকাংশে কমে যাবে।
স্থানীয়রা জানান, মৎস্য দপ্তরের বিভিন্ন সময়ের অভিযান ও সচেতনা মূলক কার্যক্রম গুলো দেখে জেনেছি চাপিলা বলে ইলিশের পোনা বিক্রয় করা হচ্ছে। তাই আমাদের সন্দেহ হলে বিষয়টি মৎস্য দপ্তরকে জানাই।
মৎস্য দপ্তর জানায়, এ ভাবে সকলে সচেতন হলে এবং মানুষ এ ধরনের মাছ ক্রয় থেকে বিরত থাকলে মাছ ধরা অনেকাংশে কমে কমে যাবে। আমাদের অভিযান কার্যক্রম ও সচেতনতা মূলক কার্যক্রম অব্যহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :