AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিআর পদ্ধতি আরপিও-সংবিধানে নেই: সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৫ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পিআর পদ্ধতি আরপিও-সংবিধানে নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর সুযোগ নেই, কারণ তা আরপিওতে নেই। তাই প্রচলিত নিয়মেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “আমাদের সামনে আরপিও আছে। আরপিওতে যা আছে, সেটিতেই ভোট হবে। পিআর পদ্ধতি নেই। আইন পরিবর্তন না হলে কমিশনের কিছু করার নেই। ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগে ভোট আয়োজনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, প্রতীক বরাদ্দ নিয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। “একটি দলকে শাপলা প্রতীক দেওয়া হবে না কেন— তার ব্যাখ্যা কমিশন দেবে না। নাগরিক ঐক্যও শাপলা চেয়েছিল, তাদেরও দেওয়া হয়নি। নির্বাচন কমিশন কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়,” বলেন তিনি।

রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনের আগে সমঝোতায় পৌঁছাবে— এমন প্রত্যাশা ব্যক্ত করে সিইসি বলেন, “রাজনীতিবিদরা নিয়ম ভাঙতে মাঠে নামেননি। কমিশন সর্বোচ্চ শক্তি দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করবে।”

নতুন দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, ইসি গত মাসেই নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে চেয়েছিল। তবে কোনো অস্পষ্টতা না রেখে যাচাই-বাছাই করে স্বচ্ছভাবে নিবন্ধন দিতে চায় কমিশন। এজন্য যাদের বিরুদ্ধে আপত্তি এসেছে তাদের বিষয়ে পুনরায় খোঁজ নেওয়া হচ্ছে।

সিইসি জোর দিয়ে বলেন, “গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে তদন্ত করবে না নির্বাচন কমিশন। সবকিছু নিজেদের যাচাই-বাছাইয়ের মাধ্যমেই হবে।”

প্রবাসীদের ভোট গ্রহণ নিয়েও আশাবাদী সিইসি বলেন, কমিশন এবার ঐতিহাসিক নির্বাচন আয়োজন করতে চায়।

এদিকে নির্বাচন কমিশন নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২ এর ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে আনা হলেও শাপলা প্রতীক রাখা হয়নি।

ইসি সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসা তালিকাতেও শাপলা প্রতীক অন্তর্ভুক্ত ছিল না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!