AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন এনামুল



বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন এনামুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক এনামুল আহসান রুবেল।

রুবেল দীর্ঘদিন ধরে রামগঞ্জ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন, খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে তাঁর নিরলস প্রচেষ্টা ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রামগঞ্জ ও লক্ষ্মীপুরের ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে আনন্দের সঞ্চার হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে রামগঞ্জসহ পুরো লক্ষ্মীপুর জেলার খেলাধুলা নতুন গতি পাবে এবং স্থানীয় ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ আরও প্রসারিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!