চট্টগ্রামের বোয়ালখালীতে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল ম্যাচ এবং বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালী উপজেলার পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ ক্রীড়া প্রতিযোগীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, সনদ ও মেডেল তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ।
একুশে সংবাদ/এ.জে