লাখো মুসল্লির অংশগ্রহণে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার জুমার নামাজ আদায় করা হয়েছে। বেলা দেড়টায় শুরু হওয়া এই নামাজ শেষে সারা বিশ্বের শান্তি ও পরকালীন কল্যাণ কামনায় দোয়া করা হয়।
প্রথম ধাপের ইজতেমায় তাবলিগ জামাতের মুসল্লি ছাড়াও ঢাকাসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মুসল্লি অংশ নিচ্ছেন। নামাজে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা ময়দানে জড়ো হতে থাকেন। মূল ময়দানে জায়গা না পেয়ে তারা আশপাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিয়ে নামাজ আদায় করেন।
এরআগে, বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। আলোচনা করা হয় ঈমান ও আমল সম্পর্কিত নানা বিষয়। আগেরদিন বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার এবারের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইজতেমায় অংশ নিয়েছেন বিদেশি মুসল্লিরাও। নির্দিষ্ট খিত্তায় জিকির আর ইবাদত-বন্দেগিতে সময় পার করছেন তাঁরা।
সার্বিক ব্যবস্থাপনায় খুশি প্রায় সবাই। নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্যের পাশাপাশি বসানো হয়েছে তিন শ’র বেশি সিসি ক্যামেরা। গাজীপুর পুলিশের পক্ষে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, ইজতেমা ময়দানে মৃত্যু হয়েছে একজন মুসল্লির।
মুসল্লিদের সুবিধায় আজ থেকে চলছে ১৪টি বিশেষ ট্রেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর পর্যায়ক্রমে হবে দ্বিতীয় ও তৃতীয় পর্ব।
একুশে সংবাদ/ই.ট/এনএস




একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

