গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম কর্মী সভা ও গণ সংযোগ করেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণ সংযোগ ও কর্মী সভা করেন।
এর আগে সকালে সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে আসলে নেতাকর্মীরা তাঁকে মটর শোভাযাত্রা দিয়ে অভিনন্দন জানান। কর্মসূচি উপলক্ষে ভাবড়াশুর ইউনিয়নে বালিয়াকান্দী বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝে ভাবড়াশুর বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্ভোদন করেন। পরে বালিয়াকান্দী কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, সমাবেশ শেষে সেখানেই বাজার জামেমসজিদে জুম্মার নামাজ আদায় করে এলাকার মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।
এরপর মটর শোভাযাত্রাটি উজানী ইউনিয়নে টিকারডাঙ্গী গ্রামে স্বর্গীয় বিএনপি নেতা বাবু চন্দ্র কার্তিক ঠাকুরের শ্রাদ্ধ (স্বজাতি ভোজন ও স্মরণ সভা) অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন, পরে বিকাল পাঁচটায় বহুগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় যোগ দেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ড্যাব নেতা ড. বাবর, তৌফিক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাবেক পোর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, খান্দারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহিদুল মুন্সি। অনুষ্ঠান শেষে গোবিন্দপুর ইউনিয়নের কালিদারপাড় বাজারে বিএনপি অফিস উদ্ভোদন করেন এবং সেখান থেকে রাত নয়টার দিকে, পুরাতন মুকসুদপুর বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত পথ সভায় যোগদেন এবং দিনের কর্মসূচি সমাপ্ত করেন।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
