ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্টক রেজিস্টারের সাথে সার বিক্রির ভাউচারের মিল না থাকার অপরাধে বিসিআইসি`র ২ ডিলারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসাইন এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্টক রেজিস্টারের সাথে সার বিক্রির ভাউচারের মিল না থাকায় উপজেলার সোহাগি ইউনিয়নের সোহাগি বাজারের মেসার্স জুমা ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী ও মেসার্স ভাই ভাই
ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো.নাজমুল হককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এর অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

