AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিক্সন চৌধুরীর সহযোগী বিস্ফোরক মামলায় জেল হাজতে 



নিক্সন চৌধুরীর সহযোগী বিস্ফোরক মামলায় জেল হাজতে 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের নিক্সন চৌধুরীর প্রধান সহযোগী জব্বার মাস্টারকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার মধ্যরাতে হাজরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেন।

জব্বার মাস্টার উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের রকমান মুন্সির ছেলে।  তিনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) তাকে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জব্বার মাস্টার ঘারুয়া ইউনিয়নের নিক্সন চৌধুরীর প্রধান সহযোগী ছিলেন। তিনি হাজরাকান্দা গ্রামে দুটি দলের একটি দলের নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগ আমলে নিক্সন চৌধুরীর ছত্রছায়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। পুলিশ তাকে আওয়ামী লীগের আমলে কখনো ধরতে সাহস পায়নি।

এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, বিস্ফোরক মামলার আসামি জব্বার মাস্টারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একে একে বেরিয়ে আসছে অনেক অভিযোগ। আমরা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!