মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন, এবং আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানর উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাস, সমবায় কর্মকর্তা অসীম কুমার কর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :