মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ডায়াবেটিস রোগীদের সুচিকিৎসার জন্য `জুড়ী ডায়াবেটিক সেন্টার` উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) এক্সপার্ট হাসপাতালের নীচতলায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী-বড়লেখা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
এক্সপার্ট হাসপাতালের চেয়ারম্যান ডা. খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর মো: আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার আমীর আব্দুল হাই হেলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মুজিবুর রহমান আজিজি, এক্সপার্ট হাসপাতালের ভাইস চেয়ারম্যান এডভোকেট শাখাওয়াত হোসাইন, ব্যবসায়ী বদরুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

