AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোদায় ন্যায্যমূল্যের বাজারে ক্রেতাদের ভিড়


Ekushey Sangbad
লিহাজ উদ্দীন মানিক, বোদা, পঞ্চগড়
০৮:০১ পিএম, ২২ নভেম্বর, ২০২৪

বোদায় ন্যায্যমূল্যের বাজারে ক্রেতাদের ভিড়

ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য, সুলভ মূল্যে জনগণের জন্য প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় ন্যায্যমুল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসন উদ্যেগে এ কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বোদা বাজারের থানা রোড সংলগ্ন গতকাল শুক্রবার এই বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির।

এ সময় সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ, বোদা বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক জাভেদ মজুমদার খসরু উপস্থিত ছিলেন। বাজার সিন্ডিকেট ভাঙতে এবং ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে সবজি তুলে দেওয়ার উদ্দেশ্যে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম শুরু হয়েছে বলে উদ্যোক্তা জানিয়েছে।

সরাসরি চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজিসহ নানা ধরনের পণ্য কিনে এই বাজারে বিক্রি করা হচ্ছে। সম্মিলিত সেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের স্বেচ্ছাসেবীরা চাষিদের কাছ থেকে সবজি কিনে এনে বাজারের মূল্য থেকে কম মূল্যে বিক্রি করছে। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতিটি লাউ ১০ থেকে ১৫ টাকা, মুলা ৩০, কাঁচা মরিচ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজার থেকে অন্তত ২৫ থেকে ৩০ টাকা কমে নানা ধরনের শাক সবজি বিক্রি হচ্ছে এই বাজারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির বলেন, সাধারণ মানুষের সুবিদার্থে ও ন্যায্যমূ্ধসেঢ়;ল্য বাজার করতে প্রতিদিনি এই দোকান থেকে বিভিন্ন প্রকার সবজি বিক্রি চলমান থাকবে।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!