মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও চোলাই মদ এবং মাদক বিক্রির টাকাসহ আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পৌরসভার বাঙ্গালহাওলা ও নাগরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঙ্গালহাওলা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের পূত্র ইয়াসির আরাফাত শেখ (৩৫), ওমর আলীর পূত্র রহিম শেখ (৪৫) এবং নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা হতে চোলাই মদসহ কাসেম কাজির পূত্র হালিম কাজিকে আটক করা হয়।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরাফাত শেখের নিকট হতে ৩৩ টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা, রহিম শেখের নিকট হতে ১৮ টি ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা এবং হালিম কাজির নিকট হতে চোলাই মদ উদ্ধার করা হয়। তারা তিন জনই এলাকায় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং২৫(১১)২৪ ও ২৬(১১)২৪।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

