মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শিশির আলম (৪৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে উপজেলার যাত্রাপুর গ্রামের জহির উদ্দিনের ছোট ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ব্যবসায়ী।
৪ নভেম্বর (সোমবার) সকালে সাড়ে এগাটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেন উপজেলা যুব দলের যুগ্ম- আহ্বায়ক মো. নাসির উদ্দীন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে বুকের ব্যাথা দেখা দিলে সোমবার সকালেই তাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নেয়া হয়। ভর্তির প্রক্রিয়া করতে না করতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবরে গ্রামের বাড়ি যাত্রাপুরে শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুতে এসএসসি ৯৫ ব্যাচ ও উপজেলা কৃষক দলসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক বার্তাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।
বৈবাহিক জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
একুশে সংবাদ/ এস কে