AB Bank
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুদাসপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বৃদ্ধ গ্রেপ্তার


Ekushey Sangbad
জনি পারভেজ, গুরুদাসপুর, নাটোর
০৮:৩০ পিএম, ৩ নভেম্বর, ২০২৪
গুরুদাসপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বৃদ্ধ গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর এলাকার ৬বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল গফুর মোল্লা নামের এক ব্যক্তিকে বিরুদ্ধে। 

গত শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় খামার নাচকৈড় খোয়ার পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। ঘটনার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত গফুর মোল্লা মৃত আহাদ আলী মোল্লা’র ছেলে। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন শিশুটির পিতা সাইফুল ইসলাম। 

  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গফুর মোল্লা ও শিশুটির পরিবার একই মহল্লায় থাকতেন পাশাপাশি বাড়ীতে। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের এক লিচু বাগানে অন্যান্যদের সাথে খেলা করতে ছিলেন শিশুটি। এমন সময় শিশুকে ভূতের ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে আড়ালে গলা চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটির যৌনাঙ্গ ক্ষত বিক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ী ফিরলে শিশুটির মা শাপলা দেখতে পায়। জিজ্ঞাসাবাদে মাকে বিষয়টি খুলে বলে শিশুটি। অবস্থা খারাপ হলে সেই দিন দুপুর ২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শিশুটির বাবা ও মা । বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।  

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের পরপরই অভিযুক্ত গফুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই দুপুরের তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!