AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ


Ekushey Sangbad
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি, নাটোর
০৬:৪৯ পিএম, ৭ অক্টোবর, ২০২৪

বড়াইগ্রামে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

‘১০ম গ্রেড আমাদের দাবি নয়; আমাদের অধিকার’ এই মূল শ্লোগানকে সাথে নিয়ে নাটোরের বড়াইগ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছে। সোমবার বিকেলে উপজেলা চত্বরে সহকারী শিক্ষকদের চাকরী ১০ম গ্রেডে উন্নীত করার একদফা দাবি তুলে এই মানববন্ধন করেন তারা। পরে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে একটি স্মারকলিপি পেশ করেন শিক্ষক প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলফুর রহমান, ধানাইদহ স.প্রা. বিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেন, তিরাইলের আজাহার আলী, মানিকপুরের আব্দুল করিম, কালিকাপুরের শারমিন সুলতানা, জোনাইল সুখজাহান স.প্রা.বিদ্যালয়ের এর জুলহাসউদ্দিন, পাঁচবাড়িয়া নারায়নপুরের রুহুল আমিন, লক্ষীকোল স.প্রা.বিদ্যালয়ের সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকরা তৃতীয় শ্রেণির কর্মচারী এটা জাতির জন্য লজ্জার। এটা বৈষম্য। এই বৈষম্য নিপাত যাক, ১০ম গ্রেড জিতে যাক। জাতি গড়ার কারিগর শিক্ষকদের চাকরী ১০ম গ্রেড বাস্তবায়ন করে শিক্ষকদের মর্যাদা দেওয়ার দাবি জানান। ১০ম গ্রেড এই এক দফা-এক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষকরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

 

একুশে সংবাদ/ এস কে 
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!