AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"খুলনায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু"



খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায়, যশোর চাচড়া এলাকার বাসিন্দা নাহার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার বুধবার (২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন। 

চলতি বছরে ডেঙ্গুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এটি ৬ষ্ঠ মৃত্যু। এর আগে, গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছিল। 

ডা. সুহাষ রঞ্জন হালদার আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, তবে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানির উৎস নির্মূল করতে বলা হয়েছে, যা এডিস মশার বংশবিস্তারের মূল কারণ। 

ডেঙ্গুর সংক্রমণ কমাতে ব্যক্তিগত সতর্কতা গ্রহণ এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!