মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার সড়কের পাশে ধান ক্ষেতে বিশাল আকৃতির অজগর সাপ দেখে স্থানীয়রা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে কবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন।
সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, বিকেলে শ্রীমঙ্গল সড়কস্থ ধান ক্ষেতে এশটি বড় আজগর সাপ দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আমাকে মুঠোফোনে জানালে আমি মৌলভীবাজার রোডের ধানক্ষেত থেকে অক্ষত অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করি।
ধরা পড়া সাপটি প্রায় ১০ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১২ কেজি। পরে উদ্ধারকৃত অজগর সাপটিকে বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্বপন দেব সজল জানান।
একুশে সংবাদ/বিএইচ