পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার গুমাণী নদী ও দিলপাশার ইউনিয়নের সোনা পাতিলা বিল থেকে এসব জাল জব্দ করা হয়।
দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ ভাঙ্গুড়া থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, চায়না দুয়ারি জাল মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। অভিযান চালিয়ে ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :