রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগ প্রত্যাশীরা।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা এ বিক্ষোভে অংশ নেন।
অংশগ্রহণকারীদের দাবি, ‘বিসিএস নন-ক্যাডার নিয়োগে বিশেষ বিধিমালা–২০২৫’ অনুমোদনে বিলম্ব ও প্রার্থীদের সুপারিশ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে একই দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন চাকরিপ্রার্থীরা।
তাদের দুই দফা দাবি—
১. ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
২,জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো অধিযাচিত শূন্য পদে দ্রুততম সময়ে ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশ করতে হবে।
প্রার্থীরা অভিযোগ করেন, বারবার আশ্বাস সত্ত্বেও নিয়োগপ্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় তারা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/এ.জে