সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাটাখালি রাবার ড্যাম এলাকায় চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
ফতেপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হেকিমের সভাপতিত্বে ও ব্যবসায়ী জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ফজল আহমেদ, নূর আহমদ, আব্দুল মতিন, রাজমিন, ফয়জুল হক, হুমায়ুন কবির মৃধা, মমসর আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে পিরিজপুর, ফুলভরী, কাটাখালি, ঘাগটিয়া ও চাতলপাড়সহ বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করছে একটি সিন্ডিকেট চক্র। গত একমাস যাবৎ এ সন্ত্রাসী চাঁদাবাজ চক্রের খপ্পরে পড়ে বিপাকে পড়েছেন এলাকার স্থানীয় শ্রমিক ও ব্যাবসায়ীরা।
বক্তারা আরো বলেন, গত একমাস আগেও আমাদের এলাকায় কোন ধরনের চাঁদাবাজি ছিলো না। কিন্তু বর্তমানে চাঁদা না দিয়ে নৌকা নিয়ে বের হতে পারছে না ব্যবসায়ী ও শ্রমিকরা। বিভিন্ন স্থান থেকে তাদের নৌকা আটকিয়ে মারধর করে চাঁদা আদায় করে ওই সন্ত্রাসী চক্র। ছোট নৌকা প্রতি ৫০০ ও প্রতি বলগেট থেকে ১০ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করছে চক্রটি। এছাড়াও স্থানীয় নৌ-পুলিশের নামেও চাঁদা আদায় করা হচ্ছে।
চাঁদা না দিলে খরচার হাওর থেকে রক্তি নদীতে নৌকা ডুকতে দেয় না ওই সিন্ডিকেট চক্র। এমনকি চাঁদা না দেয়ায় শ্রমিকরাও কাজ পাচ্ছে না। যারা চাঁদা দেয় কেবল তারাই কাজ পায়। যারা চাঁদা দিতে পারে না তাদের কাজ দিচ্ছে না ওই চক্র। যার কারনে কাজ না পেয়ে মানবেতর দিন কাটছে এলাকার মানুষের। কর্মহীন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে নিম্নআয়ের এ সকল অসহায় শ্রমিকদের। শুধু শ্রমিক নয় স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা করতে হলেও ওই সিন্ডিকেট চক্রকে মোটা অংকের চাঁদা দিতে হয় বলে জানান বক্তারা। তাই এলাকার গরীব ও অসহায় শ্রমিকদের স্বার্থে দ্রুত চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী। এ বিষয়ে জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যানের ফারুক আহমেদের ফোনে বারবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
একুশে সংবাদ/সা.আ