বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদীর এক ইটভাটার ব্যবসায়ীক পার্টনারের কাছ থেকে কোটি টাকা আত্মসাত করে আত্মগোপনে থাকা ইট ভাটার মালিক জাপান প্রবাসী বাবুল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, গ্রেপ্তারকৃত বাবুল শরীফ উপজেলার ভরসাকাঠী গ্রামের মৃত হোসেন শরীফের ছেলে ও শিকারপুর ব্রীজ সংলগ্ন এসবিআই ব্রিকস ফিল্ডের মালিক এবং তিনি জাপান প্রবাসী ।
তার (বাবুল) বিরুদ্ধে শিকারপুর গ্রামের মৃত রহম আলী খানের ছেলে ব্যবসায়ী শাহ আলম খান মিন্টু থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী মিন্টু খান জানান, বাবুল শরীফ ব্যবসায়িক পার্টনারের কথা বলে বিপুল অংকের টাকা নিয়ে আত্মসাৎ করে জাপানে চলে যান। কয়েক মাস পূর্বে জাপান থেকে এসে আত্মগোপনে থাকেন।
গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা বাবুল শরীফকে ১২ জুলাই গভীর রাতে ঢাকার সাভার এলাকার নয়াবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এজাহারে জানা গেছে, ব্যবসায়ীক পার্টনার হিসেবে শাহ আলম খান মিন্টুর কাছ থেকে বাবুল শরীফ মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে ২০২০ সালে কৌশলে ইট ভাটা বন্ধ করে বাবুল শরীফ আত্মগোপনে জাপান চলে যান।
দীর্ঘদিন পর আত্মগোপনে থাকা বাবুল শরীফের সন্ধান পেয়ে পাওনা এক কোটি সাত লাখ টাকা ফেরত পেতে থানায় মামলা দায়ের করেন শাহ আলম খান মিন্টু।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান গ্রেফতারকৃতকে ১২ জুলাই শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এনএস