জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্ৰামের মোঃ রূবেল শেখ ( ৩০) পিতা মৃত আফজাল শেখ, ওরফে ( ঝুনু) শুক্রবার সন্ধ্যায় পাশের কুমার নদীতে গোসল করতে যায় , কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও রুবেল বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কুমার নদীতে খোঁজ করতে গেলে দেখা যায় নদীতে রুবেলের লুঙ্গি দেখতে পায় পরে লোকজন এসে রুবেল কে পানি থেকে তুলে উপরে উঠায়, পানিতে থাকা অবস্থায় রুবেলের মৃত্যু হয়।
তিনি পানিতে ডুবে মারা যায়। এ ব্যাপারে এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ অনিক হাছান মামুদ জানান রুবেল দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরো জানান রুবেল পেশায় একজন ভ্যানচালক, রুবেলের একটি ছেলে সন্তান রয়েছে। পাশের বাড়ির মোঃ দেলোয়ার হোসেন বলেন আমি মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় রুবেল কে গোসল করতে যেতে দেখেছি। প্রায় আধঘন্টা পরে শূনছি রুবেল মারা গেছেন। তবে রুবেল অনেক দিন যাবত মৃগী রোগে ভুগছিলেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

