AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা



ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা

বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন বুধবার (৫ জুন) অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৫৬টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে।

বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফারুক আহমেদ।  তিনি আনারস প্রতীকে ৫৮৩৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস পেয়েছেন ২৫৬৮১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান পেয়েছেন ৩২৪০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাইক প্রতীকের খাইরুল আমিন পেয়েছেন ২৪৫৪৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের মিসেস মাহমুদা আক্তার শিউলি ৫৮৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কলস প্রতীকের সাবিনা ইয়াসমিন পুতুল ৩১৩৩৯ ভোট। ১ পৌরসভা ও ২১ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নবীনগর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৩৮ হাজার ৩৫ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৫৩২০৪ ভোট। চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

একুশে সংবাদ/যু.র/সা.আ

Shwapno
Link copied!